সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বোয়ালখালীতে ৩১ রোহিঙ্গা আটক!

আপডেট:

স্টাফ রিপোর্টার,
কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে এসে বোয়ালখালীতে লুকিয়ে থাকা ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে আমুচিয়া, জ্যৈষ্ঠপুরা ও কড়লডেঙ্গা পাহাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

ক্যাম্প থেকে পালিয়ে এসে লেবু বাগানে কাজ করছেন বলে জানান রোহিঙ্গা শফিউল আলম।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তারা গোপনে দীর্ঘ দিন যাবত উপজেলার পাহাড়ি এলাকায় লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিল এবং সেখানে শেড বানিয়ে অস্থায়ীভাবে বসবাস করে আসছিল। পালিয়ে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত