কুমিল্লা প্রতিনিধি,
গাছ পরিবেশের বন্ধু এবং মানুষের জন্য প্রাকৃতিক অক্সিজেনের ভান্ডার। মানুষ শখ করে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করে থাকে তাই বলে কি অবৈধ গাঁজা গাছ রোপন!এমন ঘটনাই ঘটেছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুরে।
একজন মাদকসেবি এবং মাদক কারবারি সফল গাঁজা চাষি ও বৃক্ষপ্রেমী কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর (শরিফপুর) এলাকার সাবান কবিরাজের ছেলে ফারুক (৪০)। সে তার বাড়ির আঙ্গিনায় পরম যত্নে গাঁজা গাছের পরিচর্যা করে বড় করে তুলেছিলেন গাছটিকে।
গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর সার্কেল কুমিল্লার নির্দেশ আজ দুপুরে দেবপুর ফাঁড়ি ইনচার্জ মামুন ও এএসআই জহির সহ সঙ্গীয় ফোর্সের তাৎক্ষনিক অভিযানে ফারুকের বাড়ি থেকে ৬ ফুট লম্বা গাঁজা গাছটিকে মূলসহ তুলে নিয়ে জব্দ করে ।
তবে ফারুক ও তার স্ত্রী বা পরিবারের কেউ উপস্থিত না থাকায় তাদের কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানায় এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।