সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাঁশখালীতে ইয়াবাসহ টেকনাফের এক মহিলা আটক!

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
(চট্টগ্রাম) বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবাসহ কক্সবাজার জেলার টেকনাফের এক মহিলাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সন্ধ্যায় পৌনে সাতটার দিকে বাঁশখালী থানা পুলিশ এস আই নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলাধীন পুঁইছড়ির ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে এক ইয়াবা পাচারকারী মহিলা আটক করে। এসময় আটককৃত মহিলার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান এস আই নাজমুল।

বিজ্ঞাপন

আটককৃত মহিলা হলো- কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইং ইউপিস্থ কাটাখালী গ্রামের ১ নং ওয়ার্ডের মামুনুর রশিদ এর স্ত্রী আরাফা (৩২)

আটকের সত্যতা স্বীকার করে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিউল কবির বলেন, কক্সবাজারের টেকনাফের হোয়াইং ইউপিস্থ কাটাখালীর ১ নং ওয়ার্ডের মামুনুর রশিদ এর স্ত্রী আরাফা নামের এক মহিলাকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত