বুধবার, আগস্ট ১৩, ২০২৫

কুমিল্লায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার!

আপডেট:

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় যে প্রত্যয় ব্যক্ত করেছেন এরই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার, কুমিল্লা, মহোদয়ের সার্বিক নির্দেশনায়

সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ, দাউদকান্দি মডেল থানার নেতৃত্বে দিবাগত রাত ১ঃ২৫ ঘটিকায় দাউদকান্দি মডেল থানার বিটেশ্বর এলাকার গৌরীপুর -মতলব আঞ্চলিক সড়কের পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনের দক্ষিণ পাশে একদল ডাকাত ডাকাতি প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে ডাকাত

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন,  আবু তাহের (২৫) সাইফুল ইসলাম (২২) কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ১টি সুইচ গিয়ার ছুরি, ৩ টি লোহার পাইপ, একটি লোহার রড, একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত