রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চন্দনাইশে ৮ হাজার ইয়াবা ও ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার ০৩ জন

আপডেট:

মাঈন উদ্দীন, চন্দনাইশঃ
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নি:)/মোঃ আরিফউজ্জামান খাঁন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৯/০৫/২০২১ইং তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৮,০০০(আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টোঃ-ড-১১-৯১৩৯ সহ আসামী ১। মোঃ মামুন(২৬), পিতা-মৃত হানিফ, মাতা-মাজেদা খাতুন, সাং-মাওনা চক পাড়া, পোস্ট-মাওনা, থানা-শ্রীপুর, জেলা-গাজিপুর, ২। মোঃ সৈয়দ নুর(৪২),পিতা-মৃত কবির আহম্মদ, মাতা-ফাতেমা বেগম, সাং-বিওসি মোড়(আহম্মদ কবির চেয়ারম্যান এর বাড়ী), থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন।

পৃথক অভিযানে চন্দনাইশ থানার এসআই(নি:)/উপন বড়ুয়া, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৮/৫/২১খ্রি: তারিখ ১৯.৩০ ঘটিকার সময় চন্দনাইশ থানাধীন কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মুজাফ্ফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের পিছনে আজিজিয়া সোসাইটিং হাউজের খোলা মাঠের উপর অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আসামী ৩। মোঃ জমির উদ্দিন(৩৮), পিতা-মৃত সবুজ মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-উত্তর মুরাদাবাদ, ০৪নং ওয়ার্ড,(শাহআলম মেম্বারের বাড়ী), কাঞ্চনাবাদ ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

বিজ্ঞাপন

এ সংক্রান্তে চন্দনাইশ থানায় পৃথক ০২টি মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত