শনিবার, আগস্ট ১৬, ২০২৫

‘দ্যা ওয়ারসিস’ এর আয়োজনে ‘ঈদ ই সওগাত’

আপডেট:

মাসুদা আকতার, বিশেষ প্রতিনিধি:
মানবিক সংঘটন নামে খ্যাত “দ্যা ওয়ারসিস” এর ১৩তম ইভেন্ট “ঈদ ই সওগাত” অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। আজ ৭ই মে শুক্রবার সংগঠনটির মেম্বার রা উক্ত অনুষ্ঠান সম্পন্ন করেন।

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাধুরভাব এড়াতে সীমিত পরিসরে অত্র সংগঠনের সভাপতি এবং সকল সদস্যদের নিয়ে আয়োজিত হয় ১৩তম ইভেন্ট “ঈদ ই সওগাত”।এ সময় তারা সকলকে স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে উপদেশ প্রদান করেও থাকেন।

বিজ্ঞাপন

তারা রাউজানের ৮নং কদলপুর এর একটি গুচ্ছগ্রামে ৩৫টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “দ্যা ওয়ারসিস” এর সভাপতি সোমেন রক্ষিত, সাধারন সম্পাদক দিদারুল আলম রিফাত, অর্থ সম্পাদক সন্জয় মহাজন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, প্রচার সম্পাদক দিগন্ত বড়ুয়া।

বিজ্ঞাপন

এছাড়া আরো উপস্থিত ছিলেন সংঘটনের সিনিয়র সদস্য ঐশিক বসাক,আনিস মাহবুব, শ্রীকান্ত বসাক, দীপ্ত বসাক,ওয়াহিদ, মিনহাজ, ভাষ্কর, ইমন, প্রীতম, রাহাত প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানের সভাপতি এবং সংগঠনের সদস্যদের একটাই বক্তব্য তারা মানুষের কল্যাণে ও মানবতার সেবায় কাজ করেন।এবং আগামিতে আরো বড় পরিসরে তারা এ সংগঠনকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য সেবামূলক কাজ করা এবং মানুষ কে সেবা দেয়া।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত