শনিবার, আগস্ট ১৬, ২০২৫

৫ হাজার মানুষের মাঝে ইফতারি বিতরন করেছে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশন

আপডেট:

এস.এইচ.জুনাঈদী :
চট্টলবীর সাবেক সফল মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশনের উদ্যোগে আলহাজ্ব হেলাল আকবর চৌধুরী বাবর এর তত্ত্ববধানে এবং আলহাজ্ব মনছুর আলম (পাপ্পী)’র পরিচালনায় ৫ হাজার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতারি বিতরন করা হয়েছে।

বুধবার ( ২৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ৫নং মোহরা ওয়ার্ডের কালুরঘাট রেল সেতুর পশ্চিম পাড়ে কালুরঘাট পুলিশ ফাঁড়ির সামনে বিকাল ৫টার দিকে মাসব্যাপী নিয়মিত ইফতারি ও সেহেরি বিতরণ কার্যক্রমের ধারাবাহিতায় ১৫ তম দিনে এ ইফতারি বিতরন করেন।

বিজ্ঞাপন

অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতারি বিতরণ কালে সাবেক কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ সম্পাদক বিশিষ্ট দানবীর আলহাজ্ব হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আজকে সময় এসেছে হতদরিদ্র মানুষের সেবায় সবাই এগিয়ে আসার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে আমি আজ দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ পুরো রমজান মাসে আমি অসহায় মানুষের পাশে থাকবো।আল্লাহর রহমতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে আমার নেতা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দোয়ায় আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো, বাবর আরো বলেন মানুষ মানুষের জন্য কাজ করতে কোন পদ পদবী দরকার হয়না, আমি একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে সমাজে কাজ করতে চাই।

আমরা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশনের উদ্যোগে বাবরের নেতৃত্বে আমরা পুরো রমজান ব্যাপি অসহায় মানুষদের মাঝে ইফতারি ও সেহেরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মনছুর আলম (পাপ্পী)।

বিজ্ঞাপন

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

ইফতারি ও সেহেরি বিতরণে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব সাংবাদিক মো.কামাল উদ্দিন ও দক্ষিণজেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম(রাজা), Bangladesh Zhengwei Technique co. Ltd.এর মার্কেট রিপ্রেজেন্টেটিভ চীন হতে আগত Ping Can, মোঃ দিদারুল আলম, আলহাজ্ব জাহাঙ্গীর আলম পারভেজ,আলহাজ্ব মোঃ আলম ববি,এম এ জব্বার আলম,মিজান,তানিম, আবসার খান,জনি,টিপু,মুন্না,আনোয়ার পলাশ,সেকান্দর নাঈম,মামুন,ছারোয়ার,দুলন বড়ুয়া,রিদোয়ান,ইমরান,শওকত,আমির খসরু,খোকন, মনজু, জসিম সহ আরো অনেকে।

ইফতারি ও সেহেরি বিতরণ ছাড়াও করোনা সংক্রমণ রোধে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত