আব্দুল ওয়াহাব, লোহাগাড়া(চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়ায় ৪১দিন ২০৫ ওয়াক্ত নামাজ মজিদে জামাতের সাথে আদায়ের প্রতিযোগিতায় আযোজন করেন সামাজিক সংগঠন জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখা। প্রতিযোগিতায় ২৭জন কিশোর অংশগ্রহণ করে, ৫ জন কিশোর বাইসাইকেল উপহার জয় লাভ করেন, বাকি ২২ জনকে শিক্ষা সামগ্রী দেওয়া হয়।
শুক্রবার (২এপ্রিল) বাদে আছর মির্জাখীল ডিলার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
ডিলার পাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান ভুট্টোর সভাপতিত্বে ও মোহাম্মদ শাহজাহানের সন্চলনায়,জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার পরিচালক সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আউয়াল জনি,বিজয় টিভি’র সাতকানিয়া চন্দনাইশ প্রতিনিধি নাছির উদ্দীন, ডিলার পাড়া মসজিদ পরিচালনা পরিষদের সহ সভাপতি ফয়সাল চৌধুরী, সাধারন সম্পাদক উমর ফারুক।বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ ও অডিটর খালেদ হোসাইন।
সার্বিক সহযোগিতায়া ছিলেন ডিলার পাড়ার তরুণ ব্যবসায়ী আব্দুল মোনাফ ও বশির ফাউন্ডেশনের চেয়ারম্যান বশির আহমদ। এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিশোরদের মাদক ও জঙ্গিবাদ বিভিন্ন অপরাধ থেকে বাঁচাতে এ আয়োজন কে স্বাগতম জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।