রবিবার, আগস্ট ১৭, ২০২৫

মহানবী (স.) কে কটূক্তির দায়ে চুয়েট শিক্ষার্থী আটক

আপডেট:

আসিফ ইকবাল,
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (স.) কে কটূক্তির অভিযোগে সৌরভ চৌধুরী নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
রবিবার (২১ মার্চ) ভোরে রাউজান ও সদরঘাট থানার পুলিশের যৌথ অভিযানে সদরঘাটের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক সৌরভ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লতিফপুর গ্রামের জমিদার হাট এলাকার প্রয়াত কিরিট কুমার রায় চৌধুরীর ছেলে।তিনি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী।
জানা যায়, গত ১৯ মার্চ চুয়েট আড্ডাবাজ পেইজের একটি স্ট্যাটাসের কমেন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্য করেছিলেন সৌরভ। এই নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘মহানবীকে নিয়ে কটূক্তির বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই শিক্ষার্থীকে ধরতে অভিযানে নামে পুলিশ। ভোরে সদরঘাট ও রাউজান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

’উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেও চুয়েট কর্তৃপক্ষ মহানবী (স)-কে নিয়ে কটূক্তি করায় রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেন ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত