মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিতঃ
“মুজিব বর্ষের শপথ করি-প্লাষ্টিক দুষন রোধ করি” এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়।
(সোমবার) উপজেলা অফিসার্স কাব হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে ও বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠাব্য আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, বাঁশখালী থানার ওসি(তদন্ত)আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: একরামুল করিম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো: জসীম উদ্দিন, বাঁশখালী একাডেমীর পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, ব্যবসায়ী পরীক্ষিত মোহন দে প্রমুখ।
সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের যে বিধান রয়েছে তা কার্যকর করার আহবান জানান। খাবার দোকানের মান যাচাই এবং প্রতিটি দোকানে দ্রব্যমুল্যের তালিকা নিশ্চিত করার আহবান জানান।