নিজস্ব সংবাদদাতাঃ
রাউজানে হযরত মাওলানা গফুর আলী বোস্তামী (রহঃ) এর সালানা ওরস মোবারক উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিকস টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছেন গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার সহযোগী সংগঠন ছাত্র ফোরাম।
আজ সোমবার (১৫মার্চ) রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত ফকির তকিয়া দরগাহ প্রাঙ্গণে এ কর্মসুচী পালন করা হয়।
উক্ত আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন ফকির তকিয়া মসজিদ মাদরাসা ও দরগাহ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এ.কে.এম জামাল হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। ছাত্র ফোরাম এর সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কলামিস্ট ও গবেষক অধ্যাপক ড. মাসুম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, জালাল উদ্দিন চৌধুরী, সেকান্দর হোসেন চৌধুরী, সৈয়্যদ মিয়া, তসলিম উদ্দিন, সৈয়্যদ হোসেন কোম্পানি, জিল্লুর রহমান মাসুদ।
উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন মুন্না, রবিউল হোসেন রানা, মোঃ ইব্রাহীম, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, মোঃ আরফাত, শাউন উদ্দিন নিজাম, জাহেদুল ইসলাম, মোঃ রহিম, মোঃ তুহিন, এখতিয়ার হোসেন, মোঃ রিফাত প্রমুখ।