রবিবার, আগস্ট ১৭, ২০২৫

সীতাকুণ্ডে অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭

আপডেট:

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিকে উপজেলাধীন তেরীয়াল বারইয়াঢালা হাক্কানী রিফুয়েলিং স্টেশন (ইউনিট-৩) এর দক্ষিন পাশে আরিফ স্টোর নামীয় দোকানের পিছনে কতিপয় ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ১২ মার্চ দুপুর ১২টার দিকে র‌্যাব-৭ এর একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে তারা হলেন

টেরিয়ান এলাকার মোফাক্কর চেয়ারম্যানের বাড়ীর মোঃ শাহ আলমের পুত্র মোঃ ইসমাঈল (৩৩) আপর জন একই এলাকার চেরাং বাড়ী আবুল কালামের পুত্র মোঃ সাইদুল ইসলাম (২৪) পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় ০১ টি বিদেশী রিভলবার এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড মডেল থানার তদন্ত ওসি সুমন বণিক জানান, আমাদের সাথে র‌্যাব-৭ এর কথা হয়েছে আসামিদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি তাদের থানায় হস্তান্তর করার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত