মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মার্চ) সকাল ৯ টায় পাঁচ কিলোমিটার ব্যাপী এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ নানা শ্রেণি ও পেশার মানুষ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।
এর আগে মিরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগীতায় উপজেলার ৪১ টি সামাজিক সংগঠনের ২৩৮ জন স্বেচ্ছাসেবী সদস্য নাম নিবন্ধন করেন।
প্রতিযোগিতাটি বড়তাকিয়ায় ইকোনমিক জোনের প্রবেশদ্বার থেকে শুরু হয়ে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বলেন, ম্যারাথন সকাল ৯টায় শুরু হয়। এতে প্রায় ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন বলে জানান তিনি।
ম্যারাথনে ১ম স্থান অধিকার করে সামাজিক সংগঠন হিতকরী’র সদস্য আবু নছর, ২য় স্থান নিজামপুর কলেজ ছাত্রলীগের সদস্য সাখাওয়াত এবং ৩য় স্থান বিশ্বজিৎ কুমার দাস। এসময় ১ম, ২য় ও ৩য় সহ মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়।