মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুরে গৃহহীন একটি পরিবার গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।
উত্তর জেলা আ. লীগের নির্বাহী সদস্য ও নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দি সিকদারের সার্বিক সহযোগিতায় গৃহ প্রদান করা হয়।
ফতেহনগর শামিলার বাড়ির মো. মুবিন নামের গৃহহীন ওই পরিবারকে গৃহপ্রদানের ব্যবস্থাপনায় ছিলেন নোয়াজিষপুরের সামাজিক ও ক্রীড়া সংগঠন “সেন্ট্রাল ইউনিটি”।
দেড় মাসের মধ্যে এলাকার কিছু ধনী ব্যক্তির সহায়তায় গৃহহীন মো. মুবিনকে নতুন ঘর উপহার দেয়া হয়। গৃহ নির্মাণ শেষে গত ১৬ ফেব্রুয়ারি গৃহহীন ওই পরিবারকে গৃহের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার, ইউনিয়ন আ. লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, জসিম উদ্দিন চৌধুরী, আবু সাহাদাত নবী, কামরুল হাসান, আলি মেহেদী রাজু, মো. মামুনুর রসীদ, কামাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, সেন্ট্রাল ইউনিটির সভাপতি ইফতেখারুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব সোহেল, মো. বেলাল, মো. সাকিব, মো. সায়িদ, মো. জোনায়েদ, হাসনাত সিকদার রানা, রাকিব, মো. সাগর, মো. সাকিল, মো. আকরাম মো. ওমর, মো. মহিউদ্দিন, মো. জাবেদ মো. জয়নাল, মো. সাজিদুল করিম, মো. এমরান, মো. রিয়াজ, মো. রওশন, মো. মিরাজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।