মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চলমান ঐস্যিক মহামারী (কোভিড়-১৯)করোনা সংক্রমণ রোধে করোনা ভ্যাকসিন (টিকাদান) কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা,তারই ধারাহিকতায় দেশের প্রতিটি জেলা- উপজেলার ন্যায় আজ ৭ ফেব্রুয়ারি (রবিবার) চট্টগ্রামে বাঁশখালী উপজেলাও করোনা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
দেশে করোনা টিকাদানের জোর প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে করোনা টিকা আনার উদ্যোগের পাশাপাশি টিকা সংরক্ষণ এবং দেশব্যাপী টিকা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের চাইতে তুলনা মূলক ভাবে বাংলাদেশে করোনা সংক্রমণ কম হলেও দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে করোনা সংক্রমণ রোধে ও করোনা মুক্ত দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সারাদেশের ন্যায় এই টিকাদান কার্যক্রম প্রস্তুতি গ্রহণ করেছে সরকার, তারই অংশ হিসেবে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতেও আজ সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
কোভিড-১৯ টিকার শুভ উদ্বোধন করেন, চট্টগ্রাম চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চেীধুরী, এডভোকেট তোফাইল বিন হোসাইন সহ বাঁঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারীগণ।