রবিবার, আগস্ট ১৭, ২০২৫

নারী-শিশু বৈষম্য রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়- জেলা প্রশাসক

আপডেট:

এম এ সাত্তার, কক্সবাজার:
কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ বলেছেন, স্থানীয় ও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সরকার নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়াস চালানো হচ্ছে। এ জন্য ব্যক্তি ও সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার। কারণ শিশু ও নারীমুক্তি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

সোমবার ১ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ইউএনএফপিএ’র সহযোগিতায় অনুষ্ঠিত “এডভান্সমেন্ট অফ উইমেন্স রাইটস্” শীর্ষক প্রকল্পের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ে ব্রিফিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ আরও বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে, নারী নেতৃত্বকে উৎসাহিত করছে। মেয়েদের জন্য প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে, উপবৃত্তি দেয়া হচ্ছে, বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে এবং মিডডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় অধিক সংখ্যক নারী শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। সরকারের এসব কর্মযজ্ঞের ফলে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, অর্জন করছে অর্থনৈতিক মুক্তি এবং হ্রাস পাচ্ছে নারী নির্যাতন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমাম খতিবদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের নারীরা কোথাও পিছিয়ে নেই। নেতৃত্ব, সেনাবাহিনী, জনপ্রশাসন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, ক্রীড়াসহ সব ক্ষেত্রে নারীরা এগিয়েছে। নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস, জেলা পুজা উৎপাদন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ, জেলা তথ্য অফিসার মো. শাহ আলম আব্দুর রহিম নুরন্নবী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, কক্সবাজার সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শফি উদ্দিন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাদরাসা এ তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন আল কাদেরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, রামু জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, ফতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম ও রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান।

বিজ্ঞাপন

কর্মশালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইউএনএফপিএ যৌথভাবে পরিচালিত “এডভান্সমেন্ট অফ উইমেন্স রাইটস্” প্রকল্পের নানা কার্যক্রমের সচিত্র প্রতিবেদন পেশ করেন ইপসা’র প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম।
কর্মশালায় ইমাম, জনপ্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইউএনএফপিএ যৌথভাবে পরিচালিত “এডভান্সমেন্ট অফ উইমেন্স রাইটস্” প্রকল্পের আওতায় কক্সবাজার, পটুয়াখালী, বগুড়া ও জামালপুরে নানা কর্মসূচী বাস্তবায়ন করছে। এই প্রকল্পে অন্যতম উদ্দেশ্য হলো—জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ কিমিটিগুলোকে সার্বিক সহযোগিতা প্রদান করা। ইতোমধ্যে ইউএনএফপিএ, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে ‘আস্থা’ নামক নতুন একটি প্রকল্প ৪ জেলায় কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায়ও চলছে। ‘আস্থা’ প্রকল্প সরকারের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা, নারীর ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয়েছে। যা ‘এডভান্সমেন্ট অফ উইমেন্স রাইটস্’ প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান করছে। প্রকল্পটি আইন এবং সালিশ কেন্দ্র ও জেলা পর্যায়ে অবস্থিত সহযোগী সংগঠনসমূহসহ জেলা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত