শনিবার, আগস্ট ১৬, ২০২৫

চট্টগ্রামে আরও ৬৫ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৬৫ জন; নতুন শনাক্তদের মধ্যে হলো ৫৭ জন নগরের ও ৮ জন হলো বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আজ রবিবার (১৭ই জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৭৭ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৬ জন; এদের মধ্যে ২৬৬ জন নগরের ও ১০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

সিভিল সার্জন আরো বলেন, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৮৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

শেভরণে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা মিলেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও আরটিআরএলে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে করোনা পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত