সোমবার, আগস্ট ১৮, ২০২৫

এমপি কমলের ব্যক্তিগত সহকারী ইয়াছিনের নামে ফেইক ফেইসবুক আইডি, বিভ্রান্ত না হওয়ার আহবান

আপডেট:

এম.মোবারক হোসাইন, স্টাফ রিপোটার:
কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়া কমল মাননীয় এমপির ব্যক্তিগত সহকারী আকরামুল হাসান ইয়াছিনের নামে খোলা ফেইক ফেইসবুক আইডি এবং ফেইক ইনস্টগ্রাম আইডির বিরুদ্ধে রামু থানায় জিডি দায়ের(জিডি নং ১৩৭,তারিখঃ ৪/১/২০২১)

কিছু দুষ্কৃত কারি স্বার্থসাধনের জন্য কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়া কমল মাননীয় এমপির ব্যক্তিগত সহকারী আকরামুল হাসান ইয়াছিনের নামে ফেইক ফেইসবুক আইডি এবং ফেইক ইনস্টগ্রাম খুলে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী আকরামুল হাসান ইয়াছিনের নামে
খোলা ফেইক ফেইসবুক আইডি এবং ফেইক ইনস্টগ্রাম আইডির বিরুদ্ধে রামু থানায় জিডি দায়ের(জিডি নং ১৩৭,তারিখঃ ৪/১/২০) করেছেন। এতে তিনি উল্লেখ করেন আমার নামে ফেইক ফেইসবুক আইডি খুলে যে বা যারা চালাচ্ছে তারা রাষ্ট্র বিরোধী, সরকার বিরোধী কিংবা কোন অনৈতিক কর্মকাণ্ড করে আামর (আকরামুল হাসান ইয়াছিন) মান ক্ষুন্যসহ হয়রানি মুলক কর্মকাণ্ড করে জান মালের ক্ষতি সাধন করতে পারে। তাই সাধারন ডায়রি করে প্রশাসনকে অভিহিত করি।

তিনি(আকারমুল হাসান ইয়াছিন) সবাইকে ফেইক ফেইসবুক আইডি এবং ফেইক ইনস্টগ্রাম আইডি থেকে সতর্ক থাকতে বলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত