সিটি ডেস্ক,
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের থাবায় পুরো বিশ্ব যখন লক ডাউনে তখন স্ত্রী, সন্তান নিয়ে অবসর সময়ে টিকটক ভিডিও বানাতে ব্যস্ত অজি তারকা। কখনো বিভিন্ন গানের সাথে নাচ,আবার কখনো হাস্যকর বিভিন্ন টিকটক ভিডিও বানিয়ে সেগুলো পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে।
এই অজি তারকার ইনস্টাগ্রামে গেলেই সন্ধান মেলে টিকটক ভিডিওর। বাংলাদেশি ক্রিকেটারদের সবাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পটু না হলেও ভালো সক্রিয় মোহাম্মদ সাইফউদ্দিন। দেশের খ্যাতি এই অলরাউন্ডার এবার ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন ওয়ার্নারকে।টিকটকের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওয়ার্নারকে ‘আনফলো’ করলেন সাইফউদ্দিন।
ওয়ার্নারকে ‘আলফলো’ করার বিষয়টি নিজেই জানিয়েছেন সাইফউদ্দিন।নিজের ভেরিফাইড
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্টোরিতে ওয়ার্নারের প্রোফাইলের ছবি যুক্ত করেছেন সাইফউদ্দিন লিখেছেন টিকটকের জ্বালায় ‘আনফলো’ করে দিলাম, এখন স্পষ্ট যে সাইফউদ্দিন তাকে ‘ফলো’ করছেন না।