বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

আনোয়ারার ক্ষুদে ক্রিকেটার মিনহাজের চট্টগ্রাম জয়!

আপডেট:

আনোয়ারা প্রতিনিধি,

মুজিব শতবর্ষ শেখ রাসেল (অ-১১) চ্যালেন্জ কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ম্যান অফ দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হয়ে প্রধান অতিথি তথ্য মন্ত্রী ড. হাছান মাহামুদ এর কাছ থেকে ট্রফি গ্রহণ করে আনোয়ারা বারশত ইউনিয়নের মোঃ মিনহাজ।

বিজ্ঞাপন

গত (০১)জানুয়ারি শুক্রবার দুপুরে এম.আজিজ স্টেডিয়ামে অনুষ্টিত উক্ত টুর্নামেন্টের ফাইনালে সুলতানা কামাল ব্রাদার্স ক্রিকেট একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শেখ ফজলুল হক মণি উদীয়মান ক্রিকেট একাডেমি ।

টূর্ণামেন্টের সব্বোর্চ রান সংগ্রহ, উইকেট সংগ্রহ সহ ম্যান অব দ্যা ফাইনাল এবং সর্বোপরি ম্যান অফ দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হয় মোঃ মিনহাজ।

বিজ্ঞাপন

ক্ষুদে ক্রিকেটার মোঃ মিনহাজ বারশত ইউনিয়নের পশ্চিমচাল নোয়াপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে।

পরিবারে ৫ সদস্যের মধে সে ২য়। চাঁপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় শেষ করে বর্তমানে বখতিয়ার পাড়া হযরত চারপীর আউলিয়া (রাঃ) উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে অধ্যায়রত। সে আনোয়ারা ক্রিকেট একাডেমির একজন সদস্য!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত