বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বাংলাদেশে আসছেন না হোল্ডার-পোলার্ডারা!

আপডেট:

তাহমিদ লিয়াম,
আগামী জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দুটি ভিন্ন দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড৷ যেখানে করোনা পরিস্থিতির অযুহাত দেখিয়ে আসছেন না কায়রন পোলার্ড, জেসন হোল্ডার, নিকোলাস পুরানসহ মোট ১২ ক্যারিবিয়ান ক্রিকেটার।

এছাড়াও আসছেন না শাই হোপ, এভিন লুইস, শিমরোন হিটমায়ার, ড্যারন ব্রাভো, রোস্টন চেজ, শেন ডওরিচ, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, শামার ব্রুক্সরা৷

বিজ্ঞাপন

মূলত করোনা পরিস্থিতির কারণে না আসার কথা বললেও বেশ ক’জন ক্রিকেটার আসছেন না অন্য কারণে।

বিগ ব্যাশ লিগ খেলতে এখন অস্ট্রেলিয়াতে আছেন জেসন হোল্ডার এবং নিকোলাস পুরান। সিডনি সিক্সার্সের হয়ে খেলতে থাকা হোল্ডার এবং মেলবোর্ন স্টার্সের পুরানরা মূলত পুরো আসরেই খেলতে চান বিধায় বাংলাদেশে আসছেন না৷ আবার ২৮ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে আবুধাবি টি-টেন লিগ। পোলার্ড এবং পুরানের মতো সেখানেও খেলার কথা রয়েছে কোভিড-১৯ পরিস্থিতির অযুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে না বলা কিছু ক্যারিবিয়ানও৷

বিজ্ঞাপন

তাই ১৫ সদস্যের উইন্ডিজ টেস্ট দলে নতুন মুখের ছড়াছড়ি। অধিনায়ক ঘোষণা করা হয়েছে ক্রেইগ ব্রাথওয়েটকে। সহ-অধিনায়কত্ব করবেন জারমেইন ব্ল্যাকউড। এছাড়াও আছেন কেমার রোচ, জন ক্যাম্পবেল, রাহখীম কর্নওয়েল, শ্যানন গ্যাব্রিয়েল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, ভিরাশ্বামী পেরমউল, রেইমন রেইফার, জোমেল ওয়ারিকান, শেইন মোসেলে, কাভেম হজ, কাইল মায়ার্স এবং এনক্রুমাহ বনার।

ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিবেন জেসন মোহাম্মদ, এছাড়াও আছেন সুনিল আম্ব্রিস (সহ-অধিনায়ক), রোভমান পাওয়েল, আলজারি জোসেফ, হেইডেন ওয়ালশ জুনিয়র, জাহমার হ্যামিল্টন, জশুয়া ডা সিলভা, কেমার হোল্ডার, আকিল হোসাইন, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাক্কার্থি, রেমন রেইফার, রোমারিও শেফার্ড ও কেজর্ন ওটলে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত