বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

টি-টেন লিগের ৪র্থ আসরেও থাকছে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স

আপডেট:

তাহমিদ লিয়াম:
২০২১ সালের ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টেন লিগের ৪র্থ আসর৷ যেখানে গত আসরের মতো এবারের আসরেও বাংলাদেশের একমাত্র ফ্র‍্যাঞ্চাইজি চট্টগ্রামের এফএমসি গ্রুপের মালিকানাধীন বাংলা টাইগার্সেরও অংশগ্রহণের কথা রয়েছে। আজ ২৩ ডিসেম্বর সেই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটস হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে লংকান ক্রিকেটার ইসুরু উদানাকে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ করেছে ফ্র‍্যাঞ্চাইজিটি। এছাড়া ড্রাফটের বাইরে থেকে সরাসরি সাইনিংয়ে দলে নেওয়া হয়েছে ক্যারিবিয়ান মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান জনসন চার্লসকে৷

বিজ্ঞাপন

তাছাড়া গত আসরে খেলা ক্যারিবিয়ান আন্দ্রে ফ্লেচার, ইংলিশ উইকেটকিপার টম মুরস, দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার ডেভিড উইজি, আফগান লেগস্পিনার কাঈস আহমদ এবং আরব আমিরাতের ক্রিকেটার চিরাগ সুরিকে আগেই রিটেইন করেছে দলটি৷

উল্লেখ্য গত আসরে ইয়াসির আলী, জুনায়েদ সিদ্দিকী, আনামুল হক, মেহেদী হাসান, ফরহাদ রেজা, আরাফাত সানি, আবু হায়দার রনিদের মতো ক্রিকেটারদের ড্রাফটস থেকে দলে নিলেও কেবল ফরহাদ রেজাই খেলার অনুমতি পেয়েছিলেন এবং একটি ম্যাচে খেলেছিলেনও। তবে এবার এখন পর্যন্ত কোন বাংলাদেশিকে দলে নেওয়ার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এছাড়া জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ থাকায় অন্তত জাতীয় দলের কোন ক্রিকেটারকে দলে পাওয়ার সম্ভাবনা অনেক কম ফ্র‍্যাঞ্চাইজিটির জন্য। তবে যতদূর শোনা যাচ্ছে ফ্র‍্যাঞ্চাইজিটি বাংলাদেশ থেকে অন্তত ১/২ জন ক্রিকেটার নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে।

এছাড়া গেলো বার কোচিং প্যানেলে আফতাব আহমেদ, নাফিস ইকবালদের দেখা গেলেও এবার তাদের দেখা যাবে না। তাদের বদলে ২০১৪ সালে শ্রীলঙ্কাকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ পল ফ্যাব্রেজের সাথে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করে ফেলেছে টাইগার্স৷ এছাড়া টিম ডিরেক্টর হিসেবে দেখা যাবে সাবেক দক্ষিণ আফ্রিকান ল্যান্স ক্লুজনারকে।

উল্লেখ্য গত আসরে ৮ দলের মধ্যে ৩য় হয়ে আসর শেষ করেছিল বাংলা টাইগার্স। এবং সামনের আসরে ‘এ গ্রুপে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স ও মারাঠা অ্যারাবিয়ান্সকে। আজ বাংলাদেশ সময় রাত ৮ টা থেকেই টি-টেন লিগের অফিশিয়াল ফেসবুক পেইজে প্লেয়ার্স ড্রাফটস সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। সেখানেই জানা যাবে যে এবারের আসরে কোন বাংলাদেশি থাকছেন কি-না৷

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত