সিটি ডেস্ক:
আজ ২৩ ডিসেম্বর (বুধবার) আশকোনার হজক্যাম্পে বিদেশফেরত যাত্রীদের জিন এক্সপার্ট মেশিনে কোভিড নাইনটিন শনাক্তকরণ, ভ্রাম্যমাণ আরটি পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাজ্য থেকে কেউ দেশে আসলে তাকে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে তাদের জন্য আলাদা লাইন হবে। আর অন্য দেশ থেকে এলে কোয়ারেন্টাইন হবে তিনদিনের।
উদ্বোধন অনুষ্ঠান শেষে এমন তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমেরিকায় করোনায় অনেকে মারা গেলেও বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে। এদিকে বৈশ্বিক মহামারি করোনার বর্ষপূর্তি পার হতে না হতেই বহির্বিশ্বে করোনাভাইরাস নতুন রূপ ধারণ করেছে।
নতুন ধরনের করোনা ভাইরাসটি নিজে নিজেই আপগ্রেড হয়েছে আগের করোনা ভাইরাস থেকে এবং এটির যে বর্তমান শক্তি তা আগের ভাইরাস টি থেকে ৭০% দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, করোনার নতুন রূপে যে করোনার সবাই চিন্তিত। তবে নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি আছে। সেই সক্ষমতাও আছে বাংলাদেশের।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বয়স্কদের সতর্ক থাকতে হবে,ঘরের বাইরে মাস্ক পড়তে হবে। নতুন রূপের করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ফ্লাইট বন্ধের বিষয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে