তাহমিদ লিয়াম,
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে জেমকন খুলনা।
টস হেরে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন। ম্যাচের প্রথম বলেই অফস্পিনার নাহিদুলের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ তুলে নিজের উইকেট বিলিয়ে দেন জহুরুল ইসলাম অমি। নাহিদুলের বলেই কিছুক্ষণ পর ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান অভিজ্ঞ ইমরুল কায়েসও।
এরপরই রাকিবুলের বলে জাকির হাসানের তোলা ক্যাচ তালুবন্দী করতে পারেননি মিথুন। এরপর ব্যাটিং অর্ডারে উপরে উঠিয়ে আনা আরিফুলকে নিয়ে এগুতে থাকেন একবার জীবন পাওয়া জাকির। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে খুলনা করে ৪২ রান।
পাওয়ার প্লের পরপরই মোসাদ্দেকের বলে করে আউট হয়ে যান জাকির হাসানও৷ এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম। ৪০ রানের জুটিতে আরিফুলের অবদান ছিল ২১। এরপর রিয়াদকে সঙ্গ দেওয়া শুভাগত হোম আউট হন ১৫ রানে।
৪৮ বলে ৭০* রানের দায়িত্বশীল ইনিংস খেলেন কাপ্তান রিয়াদ। টি-টোয়েন্টিতে এটি ছিল সাইলেন্ট কিলারের ১৪তম হাফসেঞ্চুরি।
ম্যাচের সবচেয়ে খরুচে বোলার সৌম্য সরকারের করা ইনিংসের শেষ ওভার থেকে রিয়াদ ১৭ রান তুললে ৭ উইকেটে ১৫৫ রানে থামে খুলনার ইনিংস।
চট্টগ্রামের বোলারদের বোলিং বিশ্লেষণ : নাহিদুল ইসলাম ২/১৯, শরিফুল ইসলাম ২/৩৩, মুস্তাফিজুর ১/২৪, মোসাদ্দেক ১/২০ উইকেট।