সোমবার, আগস্ট ১৮, ২০২৫

রাঙ্গুনিয়ার লালানগরে এনএনকে’র কম্বল পেলেন ৪৫০শত শীতার্ত মানুষ

আপডেট:

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নেট ৪৫০জন দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রাঙ্গুনিয়ার সাংসদ ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এই কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ তালুকদার, লালানগর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক কাজী মঈন উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর, লালানগর ইউনিয়ন যুবলীগ নেতা আবু তালেব, জাহেদুল ইসলাম কাঞ্চন, আবদুল্লাহ্ আল মামুন, মিজানুর রহমান বিজয় প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় সংগঠনের কর্মকর্তারা পর্যায়ক্রমে রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে এনএনকে ফাউন্ডেশনের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত