ঈদকে সামনে রেখে মায়ানমার থেকে গবাদিপশু আসা শুরু করেছে
টেকনাফ প্রতিনিধিঃ
ঈদুল আজহাকে সামনে রেখে মিয়ানমার থেকে সাগরপথে কাঠের ট্রলারে করে গবাদিপশু আসা শুরু হয়েছে। গত দুই দিনে ১৬টি ট্রলারে করে মোট ২ হাজার ১২৯টি গবাদিপশু এসেছে। টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোরটি শুল্ক স্টেশনের আওতাধীন একটি পয়েন্ট থেকে পশু আশা শুরু করেছে ।
মিয়ানমার থেকে চোরাই পথে গবাদিপশু আসা রোধ করতে ২০০৩ সালের ২৫ মে শাহপরীরদ্বীপে বিজিবির চৌকি সংলগ্ন এলাকায় এই ক্যাডল করিডোরটি চালু করা হয়। আমদানি করা গবাদিপশু প্রথমে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়। পরে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে রাজস্ব জমা এবং স্থলবন্দরের শুল্ক স্টেশনের অনুমতি নিয়ে গবাদিপশুগুলোর জন্য করিডোর থেকে ছাড়পত্র দেওয়া হয়। পাশাপাশি টেকনাফ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তারও ছাড়পত্র প্রয়োজন হয়।
শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোরসহ গবাদিপশুর আড়তের বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন, চলতি জুলাই মাসে বৈরী আবহাওয়া ও মিয়ানমারের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রায় ২০ দিন পশু আমদানি বন্ধ ছিল। এতে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হন পশু ব্যবসায়ীরা। বৈরী আবহাওয়া কিছুটা কেটে যাওয়ার পর ফের গবাদি পশু আমদানি শুরু হওয়ায় স্বস্তি মিলেছে। বর্তমানে দামও সহনীয় পর্যায়ে রয়েছে। আগামীতে দাম উঠানামা করতে পারে।