এম.মোবারক হোসাইন, কক্সবাজার:
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি এস.এম. সাদ্দাম হোসাইন করোনাভাইরাসের শুরু থেকে নিজের জীবন বাজি রেখে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন ।এমনকি প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আজ সেই করোনা যোদ্ধা এস.এম.সাদ্দাম হোসাইন নিজেই করোনাই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম.সাদ্দাম হোসাইনের এমন অসুস্থতার খবর শুনতে পেয়ে কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল এমপি নিজেই ছুটে যান হাসপাতালে। কর্মী বান্ধব সাধারন মানুষের আস্থাবান জনপ্রতিনিধি এমপি কমল সেই প্রমাণ বারবার করে যাচ্ছেন। তিনি এস.এম. সাদ্দাম হোসাইনকে ঠিকমত ঔষুধ সেবনের পাশাপাশি নিজ শরীরের যত্ন নেওয়ার জন্য পরামর্শ দেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার কথা দেন।
উল্লেখ্য, কক্সবাজার জেলা সভাপতি এস.এম.সাদ্দাম হোসাইন গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে এসে পুনরায় সকলের সেবায় নিয়োজিত হতে পারেন।