বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

হেসে খেলেই জিতল চট্টগ্রাম!

আপডেট:

তাহমিদ লিয়াম,
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের ৮ম ম্যাচে ৭ম জয় পেলো বন্দরনগরীর দল গাজী গ্রুপ চট্টগ্রাম! এবার পদ্মাপাড়ের দল মিনিস্টার গ্রুপ রাজশাহীকে তারা হারিয়েছে ৩৪ রানে।

এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল শান্ত। চট্টগ্রামের হয়ে ওপেন করতে নেমে ১২২ রানের জুটি গড়েন লিটন দাশ ও সৌম্য সরকার। ১৩ তম ওভারে আনিসুল ইমনের বলে ৪৮ বলে ৬৩ করে সৌম্য আউট হয়ে গেলে ভাঙ্গে সেই জুটি৷ আউট হওয়ার আগে ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান সৌম্য।

বিজ্ঞাপন

সৌম্যের পর আউট হতে আর বেশী সময় নেননি লিটনও। আউট হওয়ার আগে ৫ চার ও ১ ছক্কায় ৫৫ করেন ধারাবাহিক লিটন দাশ। এরপর বড় স্কোর করতে ব্যর্থ হন অধিনায়ক মিথুন (২) ও মোসাদ্দেক (৩)।

শেষদিকে ১৮তম ওভারে রিতীমত ঝড় তোলেন শামসুর রহমান! তার ১৮ বলে ৩০* রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানে থামে গাজী গ্রুপ চট্টগ্রামের ইনিংস। ৭ বলে ১০ করে অপরাজিত থাকেন জিয়াউরও।

বিজ্ঞাপন

রাজশাহীর হয়ে ২১ রানে ২ উইকেট নেন ইমন ও একটি করে উইকেট নেন সাইফউদ্দিন ও ম্যাচের সবচেয়ে খরুচে বোলার রেজাউর৷

ব্যাটিংয়ে নেমে কোনরকম প্রতিদ্বন্দ্বিতাই তৈরী করতে পারেনি রাজশাহী। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে রাজশাহীর ইনিংস। নুরুল ২৮, মেহেদী ২৬ ও ফজলে মাহমুদ করেন ১৯ রান।

১৯ রানে ৩ উইকেট নেন ম্যাচসেরা অফস্পিনার নাহিদুল ইসলাম। ২ উইকেন নেন জিয়াউর রহমান। ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর ও শরিফুল।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থেকেই লিগ স্টেজ শেষ করলো কর্ণফুলী তীরের দলটি। এতে করে ফাইনালে যাওয়ার দুটি সুযোগ পাবে চট্টগ্রাম। তবে পুরো আসর জুড়েই দাপুটে ক্রিকেট খেলা দলটি অবশ্যই চাইবে একবারেই ফাইনালে চলে যেতে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত