কক্সবাজার সংবাদদাতা:
সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে জেলা প্রশাসকের দেয়া স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকালে দৈনিক কক্সবাজার বার্তা কার্যালয়ে মাস্ক বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম. এ আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ,এম নজরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক আজকের কক্সবাজার বার্তার স্টাফ রিপোর্টার অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইনানীর চীফ রিপোর্টার সাংবাদিক সংসদ কক্সবাজারের সহসভাপতি বলরাম দাশ, সাংবাদিক সংসদ কক্সবাজারের সিনিয়র সদস্য দৈনিক আজকের কক্সবাজার বার্তার ‘বিশেষ প্রতিবেদক’ ও চট্টগ্রাম ট্রিবিউনের জেলা প্রতিনিধি এম এ সাত্তার, দৈনিক দৈনন্দিনের সিনিয়র স্টাফ রিপোর্টার কক্সবাজার ভিউ ডট কমের সম্পাদক সাইফুল ইসলাম, জয়যাত্রা টিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ ফরিদ, দৈনিক আজকের দেশবিদেশের স্টাফ রিপোর্টার ও কক্সবাজার ভয়েস এর চীফ রিপোর্টার জিকির উল্লাহ জিকু, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক সকালের কক্সবাজারের স্টাফ রিপোর্টার শাহীন মাহমুদ রাসেল ও দৈনিক সংগ্রামের কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি শাহনেওয়াজ জিল্লু, জালাল উদ্দিন। অনুষ্ঠান শেষে প্রধান সড়কে পথচারীদের মাঝে পরিবেশবান্ধব মাস্ক বিতরণ করা হয়।