সোমবার, আগস্ট ১৮, ২০২৫

মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল এবং সম্পাদক খলিল

আপডেট:

জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাই উপজেলার আলোচিত বিষয় কে হচ্ছে উপজেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক? এমন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

রবিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন এবং সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাইনুল ইসলাম রানা কে সভাপতি এবং ইব্রাহিম খলিল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

কমিটিতে অন্যান্যরা হল সহ-সভাপতি- শেখ আব্দুল আওয়াল তুহিন, আশরাফুল কামাল মিঠু, রাসেল ইকবাল চৌধুরী এবং যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত