সোমবার, আগস্ট ১৮, ২০২৫

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফটিকছড়ি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

রবিবার (০৬ ডিসেম্বর) বিকালে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

বিজ্ঞাপন

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফটিকছড়ি বাস স্টেশনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভা থেকে বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত