রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ১৪৭ জনের, মৃত্যু ২

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪৭ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৩৩ জন নগরের ও ১৪ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (৬ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৬ হাজার ৪১০ জনের মধ্যে ২০ হাজার ৫৬ জন নগরের ও ৬ হাজার ৩৫৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২২ জন; এর মধ্যে ২২৭ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। শনাক্তের হার কিছুদিন ধরেই বাড়ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত