রবিবার, আগস্ট ১৭, ২০২৫

নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরে পৌছেছে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা।এর আগে তাদের জন্য ৭৮০টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) নৌবাহিনীর জাহাজে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা বলেন, রোহিঙ্গাদের জন্য ভাসানচরে সব ধরনের সুবিধা রাখা হয়েছে। এখন পর্যন্ত যাদেরকে ভাসানচরে নিয়ে আসা হয়েছে, তাদের প্রত্যেক পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, ভাসানচরে যেসব রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছে তাদেরকে প্রত্যেক পরিবারের জন্য একটি করে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কোনো পরিবারের সদস্যের সংখ্যা বেশি হলে তাদেরকে দুটি করে ঘর বরাদ্দ দেওয়া হবে।রোহিঙ্গাদের এই দলটি থাকবে ভাসানচরের অত্যাধুনিক আবাসন প্রকল্পে। এরই মধ্যে ভাসানচরে মজুদ করা হয়েছে তিন মাসের খাদ্যপণ্য। প্রথম দিকে রোহিঙ্গাদের রান্না করা খাবার সরবরাহ করবে বেসরকারি সংস্থাগুলো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত