বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

সোস্যাল মিডিয়াই আলোচনার ঝিলিক বাঙ্গালি দম্পতির

আপডেট:

শেখ মঈনুদ্দীন হাসান,
দম্পতিটির নাম Shehwar & Maria। বাংলাদেশি ছেলে সেহওয়ার লন্ডনে যায় নিজের ক্যারিয়ার গঠনে, সেখানে বিয়ে করেন এক রোমানিয়ান মুসলিম তরুনি মারিয়াকে।

যখন পুরা পৃথিবী নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এ বিপর্যস্ত । তখন এ দম্পতি এই মুহুর্তগুলো’র দৈনন্দিন কার্যকলাপ ফুটিয়ে তুলছেন ক্যামেরায়। এবং তা সোস্যাল মিডিয়াতে আপলোড করেন। যেখানে দেখা যায় রোমানিয়ান তরুনী টি বাংলা ভাষাকে আপন করে নিয়ে, বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করে।

বিজ্ঞাপন

তাদের এ দুষ্টু-মিষ্টি কার্যকলাপ বেশ সাড়া ফেলেছে ফেসবুক, ইনস্ট্রাগ্রাম সহ সোস্যাল মিডিয়াই। অনেকের মন কেড়েছেন ইতিমধ্যে । সকলেই এখন এই দম্পতিকে ভালোবাসা দিচ্ছেন। ইউটিউব এবং ফেসবুকের মতো সোস্যাল মিডিয়াতে তাদের এনে দিয়েছেন লক্ষাধিক ভিউস ও ফলোয়ার।

তাদের এসকল কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে বহু দম্পতিও চেষ্টা করে যাচ্ছেন তাদের দৈনন্দিন কার্যকালাপ ফ্রেমবন্দি করতে।
উল্লেখ্য, সত্যি  মহামারী চলাকালীন কঠিন সময়ে মানুষ কে বিষন্নতা হতে দূরে রাখতে এ সকল দম্পতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত