সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাবা ছেলের ৪০ বছরের ভালোবাসা, অবশেষে ছেলের হাতে বাবা খুন

আপডেট:

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলে বাড়ীর টিন কেটে বাড়ীতে ঢুকে তার বৃদ্ধ পিতাকে কুঁপিয়ে গুরতর জখম করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাত ১০টার পরে উপজেলার উত্তর আমিরাবাদ ৫নং ওয়ার্ডের বনিক পাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম আনন্দ ধর (৬৫)। সে একই এলাকার মৃত সচিন্দ্র ধরের পুত্র।
নিহত আনন্দ ধর ৩ সন্তানের জনক।
মাদকাসক্ত ঘাতক ছেলেটির নাম রিটন ধর (৪০)

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত ৫দিন আগে বাড়ীর লোকজন চট্টগ্রাম শহরে তাদের এক আত্নীয়ের কাছে বেড়াতে যায়। এ সুবাদে বাড়ীতে নিহত আনন্দ ধর একাই ছিল। গতরাত ৯টার পরে হঠাৎ মাদকাসক্ত ছেলেটি নেশা করে বাড়ীতে এসে বাবার সাথে ঝগড়া করতে শুনে পার্শ্ববর্তীরা। সে নেশাগ্রস্ত অবস্থায় সবসময় বাড়ীতে ঝগড়াঝাঁটি করে সেজন্য কেউ এগিয়ে আসেনাই।

এদিকে সকাল ১০টার পরও নিহত আনন্দ ধর ঘুম থেকে উঠতেছেনা কেন বাড়ীর পার্শ্ববর্তীরা দেখতে গেলে বাড়ীতে ঢুকে পোঁকামাকড়ে ভরা রক্তাক্ত নিথর দেহটি পড়ে থাকতে দেখতে পান তারা।

বিজ্ঞাপন

সাথে সাথে থানা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় চেয়ারম্যান এসএম ইউনুচ সহ ইউপি সদস্যরা। এরপর দুপুর ১টার পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের ছেলে মিটন ধর জানান, আমার মা-বাবাকে নিয়ে চট্টগ্রাম শহরের বাসায় চলে যাওয়ার জন্য পারিবারিক ভাবে সিদ্ধান্ত হয়। সপ্তাহখানেক আগে আমার বাবা বলল তোমার মাকে নিয়ে চট্টগ্রাম শহরের বাসায় যাও আমি পরে আসব তখন বাবাকে রেখে মাকে নিয়ে শহরের বাসায় চলে যাই । ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) ফসকাল অনুমানিক ১০ টায় ফোনে খবর পেলাম আমার বাবাকে আমার ভাই রিটন কুপিয়ে খুন করেছে। তিনি আরো বলেন, আমার ভাই রিটন ধর মাদকাসক্ত ও বেপরোয়া স্বভাবের ছিলেন, প্রায় সময় স্ত্রী এবং সন্তানদের মারধর করত।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে এসআই আবদুল হক ও এসআই ভক্ত দত্তের নেতৃত্ব একটি পুলিশের দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।

এদিকে একইদিন বিকেল ৪টায় স্থানীয় চেয়ারম্যান এসএম ইউনুছ তার ইউপি সদস্যদের নিয়ে কৌশলে ঘাতক রিটন ধরকে আটক করে থানায় সোপর্দ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত