শনিবার, আগস্ট ১৬, ২০২৫

মিরসরাইয়ে মহিলা মাদক কারবারি আটক

আপডেট:

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদি ফকিরহাট এলাকা থেকে শারমীন আক্তর (৩২) নামের এক মহিলা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত শারমীন কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা। তার স্বামী এ, কে, খান।

বিজ্ঞাপন

মিরসরাই থানা ওনি মজিবুর রহমান বলেন, বুধবার (২৫) গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব পোদ্দারের নেতৃত্বে বিশেষ অভিযানে হাদি ফকিরহাট থেকে শরমীন নামের এক মাদক কারবারি মাহিলাকে আটক করা হয়। এসময় তার কাছে অবৈধ ৭০৫ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হইয়াছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত