শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বাঁশখালীতে আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্রসহ ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাপিড একশ্যান ব্যাটালিয়ন চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠান র‍্যাব -৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ  মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বাঁশখালী জলদী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

এ‌তে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী(স্বরাষ্ট্র মন্ত্রণালয়)  আসাদুজ্জামান খান কামাল(এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ সদস্য শাসুল হক টুকু, চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি), চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন (এমপি),
সংসদ সদস্য কক্সবাজার -২- এর জনাব আশেক উল্লাহ রফিক (এমপি),সাংসদ সদস্য মোঃ জাফর আলম (এমপি), জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, বিপিএম (বার), ড. বেনজীর আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলি। বাঁশখালী  পৌরসভা মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী উপজেলা বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, শেখেরখীল ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক, ছনুয়া ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা মুহম্মদ নঈম উদ্দিন মাহফুজ, ওলামালীগের সভাপতি মৌলানা আকতার হোসাইন, সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আত্মসমর্পণকারী জলদস্যু সদস্যরা হলো, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাইশ্যা বাহিনীর ¤ মুহাম্মদ আব্দুল হাকিম প্রঃ বাইশ্যা ডাকাত(৫২)¤মুহাম্মদ আহমদ উল্লাহ(৪২)¤মুহাম্মদ আব্দুল গফুর প্রঃ গফুর(৪৭)¤ মুহাম্মদ ফেরদৌস (৫২)¤ মুহাম্মদ রেজাউল করিম(৪০)।
কক্সবাজার জেলার মহেশখালী থানার ■ আবু বক্কর সিদ্দিক প্রঃ বাইশ্যা(২৯)¤মুহাম্মদ বেলাল মিয়া(৩০)¤ মুহাম্মদ আব্দুল হাকিম প্রঃ বাক্কু (৩৫)¤ মুহাম্মদ রশিদ মিয়া(৩৬)
কুতুবদিয়া থানার ¤ মুহাম্মদ ইসমাইল(২৪)¤মুহাম্মদ শাহাবুদ্দীন প্রঃ টুনু(৩২)¤ পেকুয়া উপজেলার ¤ মুহাম্মদ ইউনূস(৪২)■ ফুতুক বাহিনীর সদস্য” মুহাম্মদ দিদারুল ইসলাম প্রঃ পুতিক্যা(৩২)¤ মুহম্মদ জসিম উদ্দিন(২৬)¤মুহাম্মদ মিজানুর রহমান(২৩)
বাদল বাহিনীর ¤ মুহাম্মদ ওবাইদুল্লাহ(৩৬)¤ দিদার বাহিনীর¤মুহাম্মদ তৌহিদুল ইসলাম(৩৪)■ কাদের বাহিনীর ¤মুহাম্মদ আব্দুস শুক্কুর(২৮) ■ নাছির বাহিনীর¤ মুহাম্মদ নাছির (৫১)¤ মুহাম্মদ আমির হোসেন(৪৮)¤ মুহাম্মদ শাকের(৪০)■ খলিল বাহিনীর ¤ আব্দুর রহিম(৬৪)¤ মাহমুদ আলী প্রঃ ভেট্টা ■ রমিজ বাহিনীর ¤ মুহাম্মদ ইউনূস(৫৬)■ বাদশা বাহিনীর ¤  মুহাম্মদ নিজাম উদ্দিন ভাণ্ডারী ¤ মুহাম্মদ ইউনূস(৫১) ¤ মুহাম্মদ কামাল উদ্দিন(৪৭)■ জিয়া বাহিনীর ¤  শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪১) ¤ মুহাম্মদ পারভেজ(৩৩) ■ কালাবদা বাহিনীর ¤ মোহাম্মদ সেলিম বাদশা(৩৪) ¤ মুহাম্মদ আব্দুল গফুর প্রকাশ গফুর ¤ মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক(৩১)
¤  মুহাম্মদ মামুন মিয়া(২৭) ■  চকরিয়া উপজেলার ¤ মুহাম্মদ মঞ্জুর আলম(৪২)
আত্মসমর্পণকালে জলদস্যুদের কাছ থেকে উদ্ধারকৃত নিম্নোক্ত দেশী ও বিদেশী অস্ত্র ৯০ টি এবং গুলি/ কার্তুজ ২০৫৬ রাউন্ড সমুহ উদ্ধারকৃত ওইসব অস্ত্র গুলি/কার্তুজ সমর্পণ কালে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে  জমাদান করে।

বিজ্ঞাপন

অতিথিরা, বক্তব্যকালীন সময়ে বলেন, বাংলাদেশের সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের অধিকাংশ মানুষ সমুদ্র থেকে মৎস্য ধারন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন কিন্তু জলদস্যুদের ভয়ে তারা ঠিক বোট চালাতে পারতো না অনেক সময় নিজের জীবন পর্যন্ত চলে যেতো। আজকে যারা আত্মসমর্পণ করে অস্ত্র সহ জমা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে তারা যেনো কোন এই কাজে পা বাড়াই, সেই আহ্বান করেছেন।

এ সম‌য় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ প্রতিজ্ঞারবলেই এদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে চলছে, সন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত দেশ গড়াই মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র স্বপ্ন যেই যেই স্বপ্ন লালন করছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে। বিশেষ করে যুব সমাজকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক থেকে বিরত রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত