শনিবার, আগস্ট ১৬, ২০২৫

ডেবি হকলিকে চেনেন?

আপডেট:

তাহমিদ লিয়াম,
নারীদের ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি রান তার। প্রথম নারী হিসেবে ১০০ ওয়ানডেও খেলেছেন তিনি। প্রথম নারী হিসেবে ওয়ানডেতে ৪০০০ রান করার মাইলফলকও স্পর্শ করেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে খেলেছেন মোট ১১৮টি ম্যাচ। ৪১.৮৯ গড়ে রান করেছেন ৪,০৬৪ যেখানে সর্বোচ্চ ১১৭৷ সেঞ্চুরি আছে ৪টি পাশাপাশি অর্ধশত রানের ইনিংস আছে ৩৪টি৷ বল হাতে মিডিয়াম পেস বোলিং করে শিকার করেছেন ২০টি উইকেট।

বিজ্ঞাপন

এই ৪,০৬৪ রান-ই যেকোনো কিউই নারীর ২য় সর্বোচ্চ! তার চেয়ে বেশি রান আছে কেবল সুজি বেটসের। হোয়াইট ফার্নদের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ৪,২৪৫ রান বর্তমান খেলোয়াড় সুজি বেটসের৷

১৯৯৭ সালে ভারতে হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হয়েছিলেন উইমেন অব দা ম্যাচও।

বিজ্ঞাপন

এছাড়া ১৯৮২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ৫টি নারী ওয়ানডে বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফসেঞ্চুরিসহ মোট করেছেন ১,৫০১ রান। এবং নারী ওয়ানডে বিশ্বকাপে তার চেয়ে বেশি রান অন্য কোন নারীর নেই!

কিউই নারীদের হয়ে ওয়ানডেতে সর্বপ্রথম ১,০০০ রান আসে ডেবি হকলির ব্যাট থেকেই।

১৯৭৯ সালে মাত্র ১৬ বছর বয়সে নিজের প্রথম টেস্ট খেলেছিলেন হকলি। এরপর তার খেলা ১৯ টেস্টে ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরিসহ ৫২.০৪ গড়ে মোট ১,৩০১ রান করেছেন যেখানে সর্বোচ্চ ১২৬* এই ডানহাতি ব্যাটসম্যানের। বল হাতে উইকেটও নিয়েছেন ৫টি। এছাড়া তার অধিনায়কত্বে কিউই নারীরা ৬টি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে সবকটি ম্যাচ-ই হয়েছে ড্র!

প্রথম নারী ক্রিকেটার হিসেবে টেস্টে ১,০০০ রানও আসে তার ব্যাট থেকে।

ক্রিকেটে বিশেষ অবদান রাখার জন্য ১৯৯৯ সালে নিউজিল্যান্ড অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড পান ডেবি।

২০১৪ সালে আইসিসির হল অফ ফেইমে মাত্র ৪র্থ নারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তাকে।

নিউজিল্যান্ডের ১২২ বছরের ইতিহাসে ২০১৬ সালে প্রথম নারী হিসেবে দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নিয়োগ পান এই ডেবি হকলি! এবং এখন পর্যন্ত এই পদেই আছেন তিনি।

ডেবোরাহ অ্যান হকলি ১৯৬২ সালের ৭ নভেম্বর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্মগ্রহণ করেন!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত