রবিবার, আগস্ট ১৭, ২০২৫

রাজধানীতে নববধূর মৃতদেহ উদ্ধার

আপডেট:

রাজধানীতে নববধূর মৃতদেহ উদ্ধার

রাজধানীর শাহআলীতে হোসনে আরা (১৯) নামে এক নববধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের শাহআলী থানার গুদারাঘাটে বাবুল তালুকদারের টিনশেড বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গৃহবধূর দুলাভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শাহআলী থানার এসআই খন্দকার মনিরুজ্জামান জানান, গত ছয় মাস আগে প্রেমের সম্পর্ক হয় হাসেম ও হোসনে আরার। এক সপ্তাহ আগে তাদের বিয়ে হয়। তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন। হোসনে আরা পোশাক শ্রমিক ছিলেন। তার স্বামী কসাইয়ের কাজ করেন। নিহত গৃহবধূর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়।

তিনি আরও জানান, ওই বাড়িতে গিয়ে দেখা যায়, হোসনে আরার গলায় গামছা ও ওড়না দিয়ে গিট লাগানো দুই পাশে খাটের পায়ার সঙ্গে বাঁধা। পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

মনিরুজ্জামান জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোসনে আরার দুলাভাইকে আটক করা হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত