স্টাফ রিপোর্টার:
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, এ দেশ একটি সকলে ধর্মের অসস্প্রদায়ীক চেতনার দেশ, এখানে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলে মিশে উৎসব পালন করে থাকে। এতে, কোন অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসন সজাগ সর্তক অাছে। পূজামন্ডপ ঘিরে আইন শৃংখলা বাহিনীরা নিরাপত্তা জোর করা হয়েছে।
দেশনেত্রী প্রধানমন্ত্রী স্লোগান ধর্ম যার যার উৎসব সবার। সময় তিনি সকল কে স্বাস্থ্যবিধি মেনে পূজামন্ডপে প্রবেশের অনুরোধ জানান। তিনি আরো বলেন, পার্বত্য রাজস্থলী সম্প্রীতি বন্ধন অঠুট থাকুক সেটা অামি কামনা করি। নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক নবমীর দিনে রাজস্থলী উপজেলার হরিমন্দিরে রবিবার ২৫ ইং অক্টোবর দুপুর ১ টায় পূজামন্ডপ পরিদর্শণ কালে উল্লেখিত কথা গুলো বলেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান,মন্দির কমিটির সভাপতি, সম্ভু নাথ,সাধারন সম্পাদক ধন কর্মকার, সাংবাদিক অাজগর অালী খান, কাইয়ুম হোসেন মিরাজ,দীলিপ দাশ,ডাঃ রনি ধর, পলাশ দাশ, শিমুল,, প্রমুখ।