সোমবার, আগস্ট ১৮, ২০২৫

“আলোকিত শিকলবাহার” ফ্রি চিকিৎসা সেবার মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু!

আপডেট:

ফারহান উদ্দীন (সোহাগ), কর্ণফুলি:
আজ ২৫’ই অক্টোবর ২০২০ইং (রোজ রোববার), আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোকিত শিকলবাহা” এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও ফ্রি ডায়াবেটিস নির্ণয় পরীক্ষার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে হাজী মোঃ জসীম উদ্দীন (প্রধান সমন্বয়ক, আলোকিত শিকলবাহা) এর সভাপতিত্বে, ফারহান উদ্দীন (সোহাগ) এর উপস্তাপনায়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মৌলানা মনির আহমদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিদারুল ইসলাম চৌধুরী (ভাইস চেয়ারম্যান, কর্ণফুলি উপজেলা পরিষদ)।

বিজ্ঞাপন

এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ইরফান হাসান মান্নান তানিম, জনাব বাবু টিটু কুমার দে, জনাব মোঃ ইমাম হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিকান্দার হোসেন রানা, সেই সাথে সংবর্ধিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডাঃ ফারহানা মমতাজ।

একি সাথে আরো উপস্থিত ছিলেন আলোকিত শিকলবাহার আহ্বায়ক মশিউর রহমান সজিব,
এবং অনান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ রুবেল,মো নয়ন, মো আল আমিন,মো আরাফাত,মো ছাদেক, মো সাহেদ, মো রাসেল,মো ইকবাল,মো আরিফ সাখাওয়াত রহমান,মো ইমন, মো সাদ্দাম,মো শাকিল,মুজিব,জাহিদ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা আলোকিত শিকলবাহার উত্তর উত্তর সফলতা কামনা করে এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, সেই সাথে বক্তারা আরো বলেন আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে গঠিত “আলোকিত শিকলবাহা” যেন শুদু একটা ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এই আলো যেন ছড়িয়ে পড়ে সমস্ত ইউনিয়নে, সমস্ত উপজেলায়, সমস্ত জেলায়, সমস্ত বিভাগে এবং পুরো দেশে।

পরবর্তীতে ফ্রি ব্লাড গ্রুপিং ও ফ্রি ডায়াবেটিস নির্ণয় পরীক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রায় তিনশতাদিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত