অনলাইন ডেক্সঃ
নরসিংদী গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য তামান্না নুশরাত বুবলী আপুর সাথে পরিচয় কয়েক মাস আগে। সরাসরি দেখা এখনও হয়নি।সামাজিক যোগাযোগ মাধ্যম আর ফোনে। তবে তিনি এতটাই মানবিক যে, সামাজিক সংগঠন দূর্বার তারুণ্যের উপদেষ্টা হয়ে গেছেন নির্ধিদ্ধায়। তিনি গতকাল যা করেছেন তা আমি মনে করি সকলকে জানানোটা আমার দায়িত্ব।
গতকালও সব কাজ সেরে বাসায় ফিরছিলেন। হঠাৎ গেটের সামনে এক প্রতিবন্ধী কে দেখতে পান।এমপিদের বাসার সামনেই তো এমন মানুষ প্রতিনিয়তই দাঁড়িয়ে থাকে। অধিকাংশ এমপি তাদের সাহায্য করে থাকেন কিন্তু বুবলী আপুর সাহায্যের মধ্যে ছিল একটি বিশেষত্ব। সে-ই প্রতিবন্ধী ছেলে মা বলে ডেকে উঠে আবদার করে মায়ের হাতে ভাত খাবে। বুবলী আপু চাইলেই পারতেন তার গৃহকর্মীদের দিয়ে ভাত পাঠিয়ে দিতে।
কিন্তু ছেলে আবদার করেছে মা তা ফেলবে কি করে? তাইতো নিজ হাতে ভাত মেখে খাইয়ে দিলেন ওই প্রতিবন্ধী ছেলেটাকে।এখানেই গল্পটা শেষ হতে পারত কিন্তু না, তিনি নগদ অর্থ তুলে দিলেন ছেলেটির ওষুধের জন্য এবং কথা দিলেন নতুন একটি হুইল চেয়ার কিনে দেবার।
এ সম্পর্কে বুবলী আপু বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারাও মানুষ,
একটু সহোযোগীতা ও সহমর্মিতা পারে নতুন ভাবে বাঁচাতে।অবহেলা নয় তাদেরকে ভালোবাসা ও স্নেহ দিতে চাই।ভালোবাসার জয় হোক।
ঘটনাটা অনেকের কাছে সাধারণ মনে হতে পারে তবে আমার মন কেড়েছে।
আমাদের পুরো দূর্বার তারুণ্য পরিবার তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।তার সাথে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, কেননা আমরা তাকে উপদেষ্টা হিসেবে পেয়েছি।
সংগৃহীতঃ দূর্বার তারুণ্য এর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে।