মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালী পৌরসভার গ্রীন কনভেনশন সেন্টারে আল্লামা আহমদ শফি(রহঃ)’র স্মরণে বাঁশখালী কওমী মাদ্রাসা সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১লা অক্টোবর(বৃহস্পতিবার) বিকেলে অনুষ্ঠব্য আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন,বাঁশখালী কওমী মাদ্রাসা সংস্থার সভাপতি মাওলানা ফিরোজ আহমেদ মসরুর, ♢সঞ্চালনায় ছিলেন,বাঁশখালী খবর পত্রিকার সম্পাদক এবং বাঁশখালী দারুল করিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাটহাজারী মাদরাসার প্রধান পরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা ক্বাজী আখতার সাহেব। বক্তব্য রাখেন, বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার সেক্রেটারী ও মনকিচর মাদরাসার পরিচালক♢ মাওলানা শাহ আবু বকর সাহেব, বৈলছড়ি মাদরাসার সাবেক পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, দিদারিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ ইসহাক, জলদী মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিশ, বাহারছড়া মাদরাসার পরিচালক মাওলানা নুর মোহাম্মদ লোকমান, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক মাওলানা আজিজুল হাছান, বৈলগাও কনজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, চাম্বল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মনকিচর মাদরাসার প্রধান মুফতি মাওলানা মুফতি হেলাল উদ্দীন, ছনুয়া মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আবুল কালাম, পুকুরিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শওকত আলী, মাওলানা নুরুল আমিন, উপজেলা জামে মসজিদের খতীব মাওলানা মোস্তাক আহমদ, মনকিচর মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আনিসুর রহমান, মাওলানা ইউনুস,♢বাঁশখালী উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহ. এর জীবনের বিভিন্ন দিক আলোচনা এবং হুজুরের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।