“তেজস্কর”- জাহেদুল হক
অনন্ত অসীম মহাবিশ্বে
ক্ষুদ্রমতি আমি ,এই দৃশ্যে
শুষিতে চাই সকল অমৃত্য
দেখিতে চাই নিভৃত
অগ্নিতারকা নিয়ে মুষ্ঠিতে
আলোক আনিবো ধরণীতে
আঁধার কোনে আভার ছোঁয়া
দূর করবে কুহকের ধোঁয়া।
রহস্যের কৃষ্ণবিবর লবো হস্তে
শুষিয়ে দুর্নীতি দিবো ভেস্তে
যতসব পাপাচার অবহেলা ভাসিয়ে দিবো মায়ার ভেলায়
ধরণীর কেন্দ্রে গমন করিয়া
একহস্তে নিবো একে ধরিয়া
তোদের রক্ত কেন,নিষ্প্রভ
হতে টগবগ, লাগবে কি এই ভব?
পাপাচারের মরিচিকা হতে দূর
লাগবে শান্তির সুর
অগ্নিসম্মার্জনা
ভূজঙ্গের ফণা।
ভূকম্পনে লাগবে সুনামি
ধরণী ধুয়ে হতে আরো দামি
পাপের কালিমা ভেসে যাবে বারিধারায়
গিলে নিবে রত্নাকরের দৈত্যরা
অভিসাপের সুরুজ ছড়াচ্ছে কালো আভা
শাসক দিচ্ছে বুকে ভয়াল থাবা
হতাশাকে সমাধি করে
নবনক্ষত্র আনিব দিবাকরের স্থলে
দিবো বিলিয়ে রণক্ষেত্রে শতপ্রান
হবে হাজারো পশুর বলিদান
রক্তিম ছোঁয়ায় বদলে যাওয়া ধরণী
হবে আগামীর বাসভূমি।
রচনাকালঃ ১৫/৯/২০২০ইং, ফেনী