সোমবার, আগস্ট ১৮, ২০২৫

‘ঢাকায় ১৬-১৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত’

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
ঢাকায় ১৬-১৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইইডিসিআর ও আইসিডিডিআরবির জরিপের হিসাবে এমন ধারণা। ঢাকার তিন হাজার ২২৭ পরিবারের ওপর গবেষণা করে কমপক্ষে ৯ ভাগ মানুষের করোনা পজিটিভ পেয়েছে তারা। এদের মধ্যে ৪৮ ভাগ উপসর্গহীন।

দেশে করোনা শনাক্ত হয় ৮ মার্চ। আক্রান্তের হার জানতে ঢাকায় এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৭৮ দিন জরিপ করে আইইডিসিআর ও আইসিডিডিআরবি। জরিপ চলে ঢাকার বিভিন্ন এলাকার ১২ হাজার মানুষের ওপর।

বিজ্ঞাপন

এতে দেখা যায়, চল্লিশের বেশি বয়সীরা আক্রান্ত বেশি। এরপরই ১৫ থেকে ১৯ বছর বয়সীরা আক্রান্ত হয়েছেন। ১০ বছরের কম বয়সী শিশুদের আক্রান্তের হার সবচেয়ে কম। আর লক্ষণযুক্ত রোগীদের ৯৩ ভাগের জ্বর, ৩৬ ভাগের কফ, ১৭ ভাগের গলাব্যথা এবং ৫ ভাগের ক্ষেত্রে ছিল শ্বাসকষ্ট।

ওয়ার্ল্ড পপুলেশন ডেটার তথ্য মতে, ঢাকার জনসংখ্যা দুই কোটি। এর ৯ ভাগ সংক্রমিত হলে আক্রান্ত প্রায় ১৮ লাখ। গবেষকরা বলছেন, আরটিপিসিআর পদ্ধতিতে শনাক্তের এই সংখ্যা, স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেশি হতে পারে।

বিজ্ঞাপন

জরিপে উঠে আসে, শনাক্তদের মধ্যে উপসর্গবিহীন প্রায় অর্ধেক। ফলে সংক্রমণ বেড়েছে ব্যক্তির অজান্তে।

এ জরিপে ঢাকার ছয়টি বস্তিও অন্তর্ভুক্ত ছিল। এখানে পরিবারের সংখ্যা ছিল ৭২০। তাদের মধ্যে করোনা সংক্রমণের হার ৬ ভাগ।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত