নিজস্ব প্রতিবেদক:
মাইলস্টোন অব হিউম্যানিটি ফাউন্ডেশন বাংলাদেশ (এমএইচএফ) নামক কক্সবাজার এর একটি সামাজিক উন্নয়নমুলক ও স্বেচ্চাসেবী সংগঠন ঈদের ২য় দিন টেকনাফে বিভিন্ন ওয়ার্ডে প্রায় 70 টি অসহায় ও দরিদ্র এবং এতিম পরিবারের মাঝে দেড় কেজি করে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়,সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এন এন জুবাইর মাহমুদ জানান আমাদের সংগঠনের বর্তমান ফাউন্ডার চেয়ারম্যান জনাব আরিয়ান রহমান আপাতত তার নিজস্ব ফান্ড থেকে অল্প পরিসরে এ উপহার বিতরণ করেন এবং ভবিষ্যতে এই উদ্দ্যোগ আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান, কর্মকর্তা এবং সদস্যদের।
এই বিষয়ে জানতে চাইলে ফাউন্ডার চেয়ারম্যান আরিয়ান রহমান বলেন আমাদের সংগঠন টি হচ্ছে মুলত সেচ্ছাসেবী ও জনকল্যাণ মুলক সংগঠন, তাই প্রাথমিকভাবে অল্প পরিসরে অসহায় ও দরিদ্রের মাঝে কোরবানির মাংস বিতরণ করি,বিশেষ করে সামনের পরিকল্পনা ও সংগঠনের কাজের গতি বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও অর্থনৈতিক ভাবে সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি, পরিশেষে তিনি সংগঠনের সফলতার জন্য সবার সহযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করেন, সংগঠনের পক্ষ থেকে কোরবানির মাংস বিতরণের সময় ফাউন্ডার চেয়ারম্যান ও কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি এবং সংগঠনের সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন।