মোঃ আরিফুল ইসলাম, হালিশহর প্রতিনিধি:
আজ (১৯ জুলাই) রবিবার ভোর থেকে টানা কয়েক দফায়, অঝোরে বর্ষনের ফলে নগরীর হালিশহরের বিভিন্ন নিচু এলাকা সমুহে পানি জমে একপ্রকার জলজট সৃষ্টি হয়েছে। এতে করে এইসব এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগ এর শিকার হয়েছে। এছাড়া দুপুরে বৃষ্টির পানির সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় দুর্ভোগ আরো বাড়তে থাকে।
এদিকে হালিশহরের বিভিন্ন এলাকার স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ব্যাবস্থা পর্যাপ্ত না থাকায় অল্প থেকে মাঝারি বর্ষণেই পানি জমায় তাদের দুর্ভোগ পোহাতে হয়। আরো জানান, তারা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে চান এবং সঠিক পানি নিষ্কাশন ব্যাবস্থা দাবি করেন ।