মিরসরাই প্রতিনিধি:
যাকাতের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমাদের দেশে যাকাত বিতরণ করা হয় বিচ্ছিন্নভাবে। এতে কারও দারিদ্র্যতা থেকে বিন্দুমাত্রও মুক্তি মেলে না। তাই মানুষকে যাকাতের মাধ্যমে স্বাবলম্বী করে দিতে স্বপ্নতরী-৭১ যাকাত ফান্ড গঠন করে।
তারই ধারাবাহিকতায় রবিবার (১৩ জুলাই) মিরসরাইয়ের চারজন বিধবা মাকে চারটা ছাগল উপহার প্রধান করে সংগঠনের ফান্ড থেকে। এগুলো থেকে তারা ধীরেধীরে বংশবিস্তার ঘটিয়ে নিজেদের কিছুটা অভাব মিটিয়ে স্বাবলম্বী হতে পারবে বলে আশা সংগঠনটির।
স্বপ্নতরী-৭১ যাকাত ফান্ড থেকে গ্রহীতারা ছিলেন, মিরসরাই উপজেলার পূর্ব খৈইয়াছড়া গ্রামের কাজির তালুক পাড়ার দুজন বিধবা মহিলা, নাথপাড়ার একজন এবং নিজামপুরের একজন অস্বচ্ছল বিধবা মা ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ মোস্তফা বলেন, স্বপ্নতরী-৭১ এর যাকাত প্রজেক্ট ইসলামি শরিয়া মোতাবেক পরিচালনা করা হয়ে থাকে। এটা সংগঠনের আলাদা একটা ইউনিট।
সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের ডাকে সাড়া দিয়ে স্বপ্নতরী-৭১’র যাকাত ফান্ডে যাকাতের অর্থ দিয়ে আমাদের এমন মহতী কাজটা করার সুযোগ করে দিয়েছে।
স্বপ্নতরী-৭১’র এই প্রজেক্ট সারা বছর চলমান থাকবে। সামনে আরও বৃহৎ পরিসরে যাকাত সংগ্রহ কর হবে। এতে সবার অংশগ্রহণ কামনা করছেন স্বপ্নতরী-৭১ এর সেচ্ছাসেবক বৃন্দ।