রবিবার, আগস্ট ১৭, ২০২৫

রাঙ্গামাটি জেলায় নতুন ৩১ জনের করোনা শনাক্ত

আপডেট:

নিজস্ব প্রতিনিধি,
রাঙামাটি জেলার নতুন আরো ৩১ জন করোনা পজেটিভ রোগী হিসেবে শনাক্ত পাওয়া গেছে। এ বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক বিশেষ পার্সন ডা. মোস্তফা কামাল জানান,আজ বুধবার সকালে সিভাসু হতে আসা ৫৬ টি রিপোর্টে এই নতুন ৩১ জন পজেটিভ রোগীর ধরা পড়েছে।

৩১ জনের রোগী মধ্যে সদর হতে ১৯ জন, বিলাইছড়ি হতে ১ জন, কাউখালী হতে ২ জন ও কাপ্তাই হতে ৯ জন আছে বলে নিশ্চিত করে প্রতিবেদককে জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২৯৯ জন। এর পর পাশাপাশি কাপ্তাই উপজেলা হতে ৬ জনের রোগী সুস্থতার তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস পক্ষে। এতে করে রাঙ্গামাটিতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যনুযায়ী মোতাবেক এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ২০৭৬টি সংগৃহিত নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে(সিভাসু) এবং ঢাকার পরীক্ষাগারে পাঠিয়েছে রাঙামাটির সিভিল সার্জন অফিস। তারমধ্যে ১৮৩৪টি পরীক্ষার রিপোর্ট আসলেও এখন পর্যন্ত ২৪২টি নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পায়নি রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ হতে জানা যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১০৮ জন, আইসোলেশনে আছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ১৩৮ জন এবং এখন পর্যন্ত তথ্য পাওয়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন বলে প্রতিবেদককে জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত