সোমবার, আগস্ট ১৮, ২০২৫

হাটহাজারী রায়ডার্স ক্লাবের পক্ষ থেকে চিকিৎসা সুরক্ষা সামগ্রী এবং নগদ অর্থ প্রদান

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
মানবতা এবং সেবামূলক সংগঠন হাটহাজারী রায়ডার্স ক্লাবের পক্ষ থেকে চিকিৎসার বিভিন্ন সুরক্ষা সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ ১লা জুলাই সকাল ১১ টায় প্রথমে হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমতিয়াজ এর নিকট চিকিৎসা সুরক্ষা সামগ্রী এবং পরে ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের জন্যে উপজেলা প্রশাসনের গঠিত আপদকালীন তহবিলে নগদ ১০,০০০ টাকা (দশ হাজার টাকা) অর্থ সহায়তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন এর নিকট প্রদান করা হয়।ক্লাবের বিশেষ প্রতিনিধি দল এসময় উপস্থিত থেকে হস্তান্তর প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

জানা যায়, অত্র ক্লাবের ১ম বর্ষ পূর্তির যাবতীয় খরচের টাকা এধরনের মানবিক কাজে প্রদান করা হয়েছে।এধরনের মহৎ কাজে এগিয়ে আসতে পেরে আত্মিক প্রশান্তি অনুভব করছেন বলে জানান ক্লাবের সদস্যরা।

উল্লেখ্য, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার সচেতন তরুণদের যৌথ প্রচেষ্টায় এবং সমাজ উন্নয়নমূলক কর্মসূচি সহ দুঃসময়ে মানুষের সহায়তা করার লক্ষে বিগত ১ বছর পূর্বে এই ক্লাবের আত্মপ্রকাশ ঘটে।বছরব্যাপী নানা সামাজিক, সেবা এবং উন্নয়নমূলক কাজে অবদান রাখার মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করে।তাছাড়া এই ক্লাবের পক্ষ থেকে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ সহ অনেক শিক্ষণীয় কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত